অনলাইন ডেস্ক ॥ লকডাউনের এই সময়ে ঘরে বসে যে যার মতো ব্যস্ত থাকছে। বিশেষ করে সংগীত জগতের মানুষরা এই সুযোগে নিজেদের ঝালাই করে নিচ্ছেন। কেউ ফেসবুক বা অনলাইনে পারফর্ম করে সবার সঙ্গে মিশে থাকার চেস্টা করছে। যার ফলে জনপ্রিয় হচ্ছে অনলাইন প্লাটফরম গুলো। সে ধারাবাহিকতায় জনপ্রিয় প্লে-ব্যাক শিল্পী রাজা রায় তারা টিভি শো চ্যাম্পিয়ান ২০১৯, শিলিগুড়ি, ইন্ডিয়া জেডটিভি মিউজিক লাইভ আড্ডার অষ্টম পবে আসছে আজ শনিবার, বাংলাদেশ সময় রাত ৯-৩০ মিনিটে ও কলকাতা সময়: রাত ৯:০০ মিনিটে। সাথে থাকছেন সেহাশিষ রায় গিটারিষ্ট, শিলিগুড়ি, ইন্ডিয়া। সঞ্চালনায়: আক্তারুজ্জামান প্রধান।
শিল্পীর কাছে পছন্দের গান শুনতে চাইলে কমেন্ট করতে পারবেন ও শুনতে পারবেন আপনার পছন্দের গান। লিংক: অনুষ্ঠানটি দেখতে চোখ রাখুন https://www.facebook.com/ZTVChannelBD/ অনুষ্ঠান শেষে ইউটিউব চ্যানেলে দেখবে পাবেন। লিংক: www.youtube.com/ZTVChannelBD