1. argupress17@gmail.com : MS Islam Argu : MS Islam Argu
  2. zakircomputerit@gmail.com : ZTV Online : ZTV Online
  3. imranjeshan@gmail.com : ZTV Online : ZTV Online
  4. rasel01723@gmail.com : ZTV Online : ZTV Online
  5. admin@ztvonline.tv : ZTV Online : ZTV Online
সিদ্ধিরগঞ্জে ২ কোটি টাকার ভারতীয় পণ্যসহ গ্রেপ্তার ২ - ZTV Online
বুধবার, ৩০ জুলাই ২০২৫, ০৮:০০ অপরাহ্ন

সিদ্ধিরগঞ্জে ২ কোটি টাকার ভারতীয় পণ্যসহ গ্রেপ্তার ২

জেডটিভি অনলাইন
  • প্রকাশ: শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩
  • ২০৫ বার পড়া হয়েছে

শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে চোরাই পথে আনা দুই কোটি টাকার অবৈধ পণ্যসহ দুই চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে নারায়ণগঞ্জে কাস্টগার্ড। বৃহস্পতিবার সকালে জেলার সিদ্ধিরগঞ্জে পাথর বোঝাই একটি ট্রাকে তল্লাশি চালিয়ে চোরাই পণ্যসহ তাদের গ্রেপ্তার করা হয়। বিকেলে কোস্টগার্ডের নারায়ণগঞ্জ পাগলা স্টেশন কামান্ডার লেফটেনেন্ট রোহান মঞ্জুর সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সিলেটের সীমান্ত এলাকা দিয়ে চোরাই পথে বিপুল পরিমান ভারতীয় পণ্য বাংলাদেশে এনে ঢাকার উদ্দেশ্যে সরবরাহ করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ডের আভিযানিক দল বুধবার মধ্য রাতে সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নেয়।

তিনি জানান, বৃহস্পতিবার ভোরে পাথার বোঝাই একটি ট্রাকের গতিবিধি সন্দেহ হলে থামিয়ে তল্লাশি করেন কোস্টগার্ড সদস্যরা। এসময় পাথরের আড়াল থেকে বেরিয়ে আসে বিপুল পরিমান ভারতীয় চোরাই শাড়ি, থ্রি পিস, লেহেঙ্গা, প্রসাধনী সামগ্রী ও নেশাজাতীয় সিরাপ। পরে এসব পণ্য আমদানির কোন নথিপত্র দেখাতে না পারায় আটক করা হয় ট্রাকটির চালক ও হেলপারকে।

কোস্টগার্ডের স্টেশন কমান্ডার বলেন, গ্রেপ্তারকৃতরা জিজ্ঞাসাবাদে নিজেদের আন্তর্জাতিক চোরাচালান চক্রের সদস্য বলে স্বীকার করেছে। পাথর সরবরাহের আড়ালে তারা চোরাই পথে বিভিন্ন প্রকার বিদেশী পণ্য বাংলাদেশে নিয়ে আসতো। এ ঘটনায় তাদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা প্রক্রিয়াধিন রয়েছে।

আরো খবর