নারায়ণগঞ্জ জেলা অটোরিক্সা অটোটেম্পু শ্রমিক ইউনিয়ন রেজিষ্ট্রেশন নং ৪০৪১ ফতুল্লা থানা কমিটি অনুমোদন কল্পে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৭ সেপ্টেম্বর শনিবার বাদ আসর ফতুল্লা ইউনাইটেড ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের জেলার সিনিয়র সহ-সভাপতি মোঃ আসাদুজ্জামানের সঞ্চালনায় ও ফতুল্লা থানার আহবায়ক শহিদুল ইসলাম রতনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার সভাপতি আলহাজ্ব তোফাজ্জল হোসেন তাপু।
বিশেষ অতিথি ছিলেন ফতুল্লা থানা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক মোঃ বাবুল আহম্মেদ, সংগঠনের জেলার যুগ্ম সম্পাদক মোঃ মজিবুর রহমান, ফতুল্লা থানা শ্রমিক দলের কার্যকরী সভাপতি এনামুল হক হাওলাদার, ফতুল্লা ইউনিয়ন বিএনপি ২নং ওয়ার্ডের সভাপতি গোলাম মোস্তফা অরুন, দর্জি শ্রমিক নেতা, মোঃ শুক্কুর আলী, ফতুল্লা ইউনিয়ন ৪নং ওয়ার্ডের সভাপতি মোঃ দুলাল আহম্মেদ, এনায়েতনগর ইউনিয়ন ৬নং ওয়ার্ড মেম্বার নিছার উদ্দীন সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আগামী এক বছরের জন্য শহিদুল ইসলাম রতনকে সভাপতি, নুরুজ্জামান গাজীকে সাধারন সম্পাদক ও মোঃ ফারুক মাদনরকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট ফতুল্লা থানা কমিটি অনুমোদন দেয়া হয়েছে।