1. argupress17@gmail.com : MS Islam Argu : MS Islam Argu
  2. zakircomputerit@gmail.com : ZTV Online : ZTV Online
  3. imranjeshan@gmail.com : ZTV Online : ZTV Online
  4. rasel01723@gmail.com : ZTV Online : ZTV Online
  5. admin@ztvonline.tv : ZTV Online : ZTV Online
হাজী ইউনুস শেখ আর নেই - ZTV Online
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০১:২২ অপরাহ্ন

হাজী ইউনুস শেখ আর নেই

মাগুরা প্রতিনিধি:
  • প্রকাশ: বুধবার, ১৭ মার্চ, ২০২১
  • ৪১৩ বার পড়া হয়েছে

হাজী ইউনুস শেখ মাগুরা জেলার মোহাম্মাদপুর থানার উরুড়া গ্রামে বৃহস্পতিবার রাত ২:০০ মিনিটে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি অইন্না ইলাইহির রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৪ বছর। হাজী ইউনুস শেখ ছিলেন একজন সফল ব্যবসায়ী ও রাজনৈতিক ব্যাক্তি। তার মৃত্যুতে মোহাম্মাদপুর থানা সহ উরুড়া গ্রামের এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে আসে। মরহুমের জানাজার নামাজ ঐ দিন বৃহস্পতিবার বাদ আছর উরুড়া জামে মসজিদ সংলগ্ন উরুড়া কবরস্থান মাঠে জানাজা শেষে মরহুমার বড় ভাই মজিদ শেখ, সালাম শেখ ও মোসলেম শেখ এর পাশে তাকে দাফন করানো হয়।

জানাযা নামাজ পরান মরহুমের বড় ভাই আলহাজ্ব মাওলানা সাইদুর রহমান শেখ। জানাযা নামাজের পর মরহুমের রুহের মাগফিরাতের জন্য বিশেষ মোনাজাত করানো হয়। মোনাজাতে অংশ নেন আত্মিয় স্বজন, রাজনীতিবিদ, ছাত্র/ছাত্রী/পাড়াপ্রতিবেশি, চেয়ারম্যান, মেম্বার সহ অসংখ্যাগুণগ্রাহী। এ সময় চোখের জলে অশ্রুসিক্ত নয়নে চীর বিদায় জানান হাজী ইউনুস শেখকে।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এ্যাডভোকেট শ্রী বীরেন শিকদার- সংসদ সদস্য মাগুরা-২, অত্র ইউনিয়নের চেয়ারম্যান শিকদার মিজানুর রহমান, মোছাঃ রেশমা পারভীন, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ, মহম্মাদপুর, মাগুরা, মাওলানা নূর আহমদ আলী সহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

তিনি ৩ ছেলে ১ মেয়েসহ অসংখ্যগুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের পরিবার ও শেখ পরিবার রুহের মাগফিরাতের জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন।

আমরা জেডটিভি পরিবার মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই।

আরো খবর