1. argupress17@gmail.com : MS Islam Argu : MS Islam Argu
  2. zakircomputerit@gmail.com : ZTV Online : ZTV Online
  3. imranjeshan@gmail.com : ZTV Online : ZTV Online
  4. rasel01723@gmail.com : ZTV Online : ZTV Online
  5. admin@ztvonline.tv : ZTV Online : ZTV Online
শ্রমিক ইউনিয়ন রেজি নং-ঢাকা -২৩০২ এর কমিটি গঠন। সভাপতি নাজির আহমেদ ও সম্পাদক হাকীম রাজিব - ZTV Online
বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ০২:৫৭ পূর্বাহ্ন

শ্রমিক ইউনিয়ন রেজি নং-ঢাকা -২৩০২ এর কমিটি গঠন। সভাপতি নাজির আহমেদ ও সম্পাদক হাকীম রাজিব

আনোয়ার হোসেন সজিব
  • প্রকাশ: রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫
  • ৬৯১ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজি-নং ঢাকা-২৩০২) এর ৩ বছরের জন্য ২০ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় বিভাগীয় শ্রম দপ্তর নারায়ণগঞ্জ প্রকাশ করেছে।

সংগঠনের সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে গত ২৫ জানুয়ারী দুপুরে ফতুল্লা ইউনাইটেড ক্লাব মিলনায়তনে নবনির্বাচিত পরিচালনা কমিটির পরিচিত সভায়র মাধ্যমে সবার সর্ব সম্মতিক্রমে জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক নাজির আহমেদ কে সভাপতি ও জেলা জাতীয়তাবাদী সড়ক পরিবহন শ্রমিক দলের আহবায়ক হাকীম রাজিবকে সাধারণ সম্পাদক সহ ২০ সদস্য বিশিষ্ট নারায়ণগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন রেজি নং ঢাকা- ২৩০২ এর অনুমোদিত কমিটি কেন্দ্রীয় জাসাসের যুগ্ম আহবায়ক আনিসুল ইসলাম সানির প্রধান অতিথির মাধ্যমে ঘোষণা করা হয় কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি তোফাজ্জল হোসেন তাপু, আকবর হোসেন, সহ- সাধারন সম্পাদক মোঃ শরীফ, মোঃ সজিব সরদার, সাংগঠনিক সম্পাদক ইফরাত হোসেন, সাইদুল ইসলাম, কোষাধ্যক্ষ এস এম মজিবর, দপ্তর সম্পাদক রেজাউল করিম রাজু, প্রচার সম্পাদক জহুর আলী খান, সদস্য মামুনুর রশীদ মামুন, মোঃ সুরাব মিয়া, হাজী আবুল বাসার ভাষানী।

আরো খবর