1. argupress17@gmail.com : MS Islam Argu : MS Islam Argu
  2. zakircomputerit@gmail.com : ZTV Online : ZTV Online
  3. imranjeshan@gmail.com : ZTV Online : ZTV Online
  4. rasel01723@gmail.com : ZTV Online : ZTV Online
  5. admin@ztvonline.tv : ZTV Online : ZTV Online
শেখ হাসিনা ইসকন লীগ দিয়ে ষড়যন্ত্র করছে- সুলতান মোল্লা - ZTV Online
বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১১:৫৬ অপরাহ্ন

শেখ হাসিনা ইসকন লীগ দিয়ে ষড়যন্ত্র করছে- সুলতান মোল্লা

আনোয়ার হোসেন সজীব
  • প্রকাশ: সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ২৯৭ বার পড়া হয়েছে

ফতুল্লা থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সুলতান মাহমুদ মোল্লা বলেছেন, দেশ ছেড়ে পালিয়ে শেখ হাসিনা এখন ইসকন লীগ দিয়ে দেশে অরাজকতা সৃষ্টির পায়তারা করছে। ঘটিবাটি নিয়ে পালিয়ে যাওয়া শেখ হাসিনা ও তার দোসররা দেশের টাকা বিদেশে পাচার করে দেশকে তলা বিহীন ঝুড়িতে পরিনত করেছে।
সৈরাচার শেখ হাসিনা এ দেশের ছাত্র জনতার আন্দোলনে বিদেশে পালিয়ে এখন দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। দেশ বাসিকে সজাগ থাকতে হবে, দেশ ছেড়ে পালিয়ে যাওয়া শেখ হাসিনার ও তার দোসরা এখনো সক্রিয়, তারা তাদের পালিত বিভিন্ন লীগের সন্ত্রাসী দিয়ে দেশে অরাজকতা সৃষ্টির পায়তারা করছে। আমি কঠোর ভাবে বলতে চাই শহিদ জিয়ার আদর্শের সৈনিকেরা বেঁচে থাকতে সৈরাচারীনি শেখ হাসিনার দোসরদের কোন ষড়যন্ত্র সফল হবে না। ২৯ নভেম্বর শনিবার বিকেলে শহরের নতুন কোর্টের সামনে ফতুল্লা ইউনিয়ন বিএনপির উদ্যোগে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, নৈরাজ্যের বিরুদ্ধে আয়োজিত সমাবেশে ফতুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান মাহমুদ পলাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেনের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মুহাম্মদ গিয়াস উদ্দিন, বিশেষ অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেছেন। এ সময় তিনি আরো বলেন, শেখ হাসিনা ও তার দোসররা দেশের সব লীগ শেষ করে ইসকন লীগকে মাঠে নামিয়েছে, এসব ষড়যন্ত্রকে শক্ত প্রতিরোধ করবো।

আরো খবর