1. argupress17@gmail.com : MS Islam Argu : MS Islam Argu
  2. zakircomputerit@gmail.com : ZTV Online : ZTV Online
  3. imranjeshan@gmail.com : ZTV Online : ZTV Online
  4. rasel01723@gmail.com : ZTV Online : ZTV Online
  5. admin@ztvonline.tv : ZTV Online : ZTV Online
না’গঞ্জে আয়বর্ধক (আইজিএ) প্রকল্প ৩য় ও ৪র্থ ব্যাচের পরীক্ষা সম্পূর্ণ - ZTV Online
বুধবার, ৩০ জুলাই ২০২৫, ০৪:৩৯ অপরাহ্ন

না’গঞ্জে আয়বর্ধক (আইজিএ) প্রকল্প ৩য় ও ৪র্থ ব্যাচের পরীক্ষা সম্পূর্ণ

জেডটিভি অনলাইন
  • প্রকাশ: শুক্রবার, ৫ মে, ২০২৩
  • ৩২০ বার পড়া হয়েছে

বাংলাদেশ সরকারের উদ্দ্যোগে মহিলা বিষয়ক অধিদপ্তরের অর্থায়নে প্রিন্স ইন্সটিটিউট অফ মেডিকেল টেকনোলজি এন্ড হাসপাতাল লিঃ এর বাস্তবায়নে এর সহযোগী প্রতিষ্ঠান হিসেবে নারায়নগঞ্জ জেলায় জাকির কম্পিউটার সেন্টার মহিলাদের বিনামূল্যে আয়বর্ধক (আইজিএ) প্রশিক্ষন প্রকল্পে কম্পিউটার অফিস এপ্লিকেশন ৩য় ও ৪র্থ ব্যাচের তিন মাস মেয়াদি ৬০ টি ক্লাস সম্পূর্ণ করেন।

জাকির কম্পিউটার সেন্টারে ব্যবহারিক ও লিখিত পরীক্ষা সোমবার (১ লা মে) সকাল ১০:০০ টায় ৩য় ব্যাচ ও দুপুর ২:০০ টায় ৪র্থ ব্যাচের পরীক্ষা অনুষ্ঠিত হয়।  এই সময় শতভাগ শিক্ষার্থীর উপস্থিতিতে এ পরীক্ষা সম্পূর্ণ করেন প্রত্যবেক্ষক ও জেলা ফিল্ড সুপারভাইজার (কিশোর কিশোরী ক্লাব)  আতাউর রহমান, মহিলা বিষয়ক অধিদপ্তর নারায়ণগঞ্জ, নারায়নগঞ্জ জেলার কো-অর্ডিনেটর  ইঞ্জিনিয়ার জাকির আহমদ, পরিচালক ও প্রশিক্ষক মরিয়ম আক্তার মিতু।

বাংলাদেশ সরকারের উদ্দ্যোগে ৬৪ টি জেলায় প্রতি ব্যাচে ৩০ জন করে নারী কম্পিউটার প্রশিক্ষণ নিয়ে সাবলম্বী হচ্ছে। এ ব্যাপারকে সাধুবাদ জানায় শিক্ষার্থীদের অভিভাবকেরা। তারা জানায়, মহিলাদের এই ফ্রি প্রশিক্ষনের ফলে তারা উদ্দ্যোক্তা হতে পারবে। এবং দেশ ও জাতির কল্যানে তারা ভবিষ্যতে কাজে আসবে।

আরো খবর