1. argupress17@gmail.com : MS Islam Argu : MS Islam Argu
  2. zakircomputerit@gmail.com : ZTV Online : ZTV Online
  3. imranjeshan@gmail.com : ZTV Online : ZTV Online
  4. rasel01723@gmail.com : ZTV Online : ZTV Online
  5. admin@ztvonline.tv : ZTV Online : ZTV Online
সোনারগাঁ রয়েল রিসোর্ট - ZTV Online
রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫১ পূর্বাহ্ন

সোনারগাঁ রয়েল রিসোর্ট

জেডটিভি অনলাইন
  • প্রকাশ: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২ বার পড়া হয়েছে

সোনারগাঁও রয়েল রিসোর্ট ঢাকা জিরো পয়েন্ট থেকে মাত্র ২৬ কিলোমিটার দূরে নারায়ণগঞ্জ এর সোনারগাঁও উপজেলার খাস নগর দিঘীরপাড় এলাকায় অবস্থিত। যারা দূর-দূরান্ত থেকে সোনারগাঁও মিউজিয়াম, পানাম নগর এবং অন্যান্য আকর্ষণীয় স্থান দেখতে আসেন থাকার জন্য সোনারগাঁও রয়েল রিসোর্ট অন্যতম সেরা জায়গা। রিসোর্টটি খুব বড় না হলেও সাজানো গোছানো। রিসোর্ট প্রাঙ্গনে একটি ছোট সুইমিং পুল রয়েছে। রিসোর্ট এর ছাদের  বারান্দা থেকে বিশাল হ্রদ এবং সবুজ প্রান্তর দেখা যায়। রিসোর্টের আবাসিক ভবন গুলির স্থাপত্যেশৈলী আলাদাভাবে সকলের নজর কারে। রিসোর্টটিতে পাচ ধরনের রুম এবং স্যুট রয়েছে, পাশাপাশি বিলিয়ার্ড এবং অন্যান্য ইনডোর গেম এর সুবিধা রয়েছে। রিসোর্ট থেকে হেঁটে সোনারগাঁও জাদুঘর, পানাম নগর, হাসন নগর দিঘী, গিয়াস উদ্দিন আজম শাহ মন্দির ও মেঘনা নদীতে যাওয়া যায়। সোনারগাঁও রয়েল রিসোর্টে দুটি কনভেনশন হল ব্যবসায়িক ও সামাজিক অনুষ্ঠান করার ব্যবস্থা আছে।
রুম ভাড়া ও খরচ: এই রিসোর্টে ধরনের ডিলাক্স থেকে সেমি স্যুট পর্যন্ত ১১৯ বিভিন্ন মানের রুমের ভাড়া ৭,০০০-১২,০০০ টাকা পর্যন্ত। প্রতিটি রুমে দেয়া হয় কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ও ওয়েলকাম ড্রিংক।

আরো খবর