আবহমান গ্রাম বাংলার সংস্কৃতি ও লোকশিল্পকে ধরে রাখা ও সর্বজন স্বীকৃতি দেওয়ার উদ্দেশ্য ১৯৭৫ সালের ১২মার্চ শিল্পচার্য জয়নুল আবেদীন সোনারগাঁওয়ের পানাম নগরীর একটি পুরনো বাড়িতে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। পানাম নগরীর ঠাকুরবাড়ি ভবন ও ইশা খার তরোন এই দুই স্থাপনাকে একত্র নিয়ে প্রায় ১৬ হেক্টর জায়গা জুড়ে লোক ও কারুশিল্প ফাউন্ডেশন বিস্তৃত। এই ফাউন্ডেশনে আছে গোপিনাথ সাহা সরদার বাড়ি, জযনুল আবেদীন ঐতিহাসিক সংগ্রাম ভাস্কর্য, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের আবক্ষ ভাস্কর্য, জয়নুল আবেদীনের ভাস্কর্য, জয়নুল আবেদীনের স্মৃতি জাদুঘর, লোকজ মঞ্চ, সমিনার রুম, কারুশিল্প গ্রাম এবং সবুজে মোরা সুবিশাল উদ্যান।
প্রায় ৪৫০০-এর অধিক প্রাচীন নিদর্শন স্থান রয়েছে জয়নুল আবেদিন স্মৃতি জাদুঘরে। আছে বাংলাদেশের গ্রাম বাংলার প্রাচীন শিল্পীদের সুনিপূর্ণ হাতের তৈরি বিভিন্ন শৈলী ও দৈনন্দিন ব্যবহার্য পূর্ণ সামগ্রী। দক্ষ শিল্পিরা প্রতিটি সৃষ্টিতে ফুটিয়ে তুলছেন প্রাচীন বাংলার গ্রামীণ ঐতিহ্য। এ ছাড়া জাদুঘরে বিভিন্ন গ্যালারি গুলোতে দেখা মিলবে কাঠের খোদাই করা বিভিন্ন কারুশিল্প, পটচিত্র, মুখোশ, আদিম জীবনভিত্তিক নির্দেশন, লোকজ বাদ্যযন্ত্র, পুরা মাটির ফলক, লোহা-তামা-কাঁসা পিতলের তৈজসপত্র, লোকজ অলংকারসহ বৈচিত্রপূর্ণ অনেক প্রাচীন নিদর্শন।