1. argupress17@gmail.com : MS Islam Argu : MS Islam Argu
  2. zakircomputerit@gmail.com : ZTV Online : ZTV Online
  3. imranjeshan@gmail.com : ZTV Online : ZTV Online
  4. rasel01723@gmail.com : ZTV Online : ZTV Online
  5. admin@ztvonline.tv : ZTV Online : ZTV Online
সৈয়দপুরে দেশীয় বন্দুক ও পিস্তলসহ ৩ জন গ্রেফতার - ZTV Online
মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১৬ পূর্বাহ্ন

সৈয়দপুরে দেশীয় বন্দুক ও পিস্তলসহ ৩ জন গ্রেফতার

জেডটিভি অনলাইন
  • প্রকাশ: শনিবার, ২০ মে, ২০২৩
  • ১৭৫ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ সদর থানাধীন সৈয়দপুর এলাকা থেকে দেশীয় তৈরি বন্দুক ও পিস্তলসহ ৩ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। গ্রেফতারকৃতদের নামে থানায় একাধিক মামলা রয়েছে বলে জানায় র‌্যাব।

শনিবার র‌্যাব-১১ এর উপ-পরিচালক এ কে এম মুনিরুল আলম স্বাক্ষরিক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, ১৯ মে কালিরবাজার এলাকায় টহল চলাকালীন র‌্যাব জানতে পারে যে, অপরাধ সংগঠিত করতে কিছু লোক সৈয়দপুর এলাকায় অবস্থান করছে। পরে সেখানে গিয়ে র‌্যাব উপস্থিত হলে তিনজন ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করলে তাদের ধাওয়া করে ধরে ফেলতে সক্ষম হয় র‌্যাব সদস্যরা।

এসময় তাদের কাছ থেকে ১টি ১২ বোর একনলা বন্দুক, ১টি দেশীয় তৈরী পিস্তল, ২টি সুইচ গিয়ার এবং ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- মোঃ সোহেল (৩৩), রহিম বাদশা (৩৫) ও মোঃ প্রভাত হোসেন (৩৫)।

র‌্যাব আরও জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবৎ মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে মাদক ব্যবসা, চোরাকারবারি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দাঙ্গা-হাঙ্গামা, ছিনতাই সহ নানান অপকর্ম করার জন্য অস্ত্র ব্যবহার করতো।

তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

আরো খবর