1. argupress17@gmail.com : MS Islam Argu : MS Islam Argu
  2. zakircomputerit@gmail.com : ZTV Online : ZTV Online
  3. imranjeshan@gmail.com : ZTV Online : ZTV Online
  4. rasel01723@gmail.com : ZTV Online : ZTV Online
  5. admin@ztvonline.tv : ZTV Online : ZTV Online
শামীম ওসমানের শান্তি মিছিলে এম এ মান্নানের যোগদান - ZTV Online
মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০২:০৯ পূর্বাহ্ন

শামীম ওসমানের শান্তি মিছিলে এম এ মান্নানের যোগদান

আনোয়ার হোসেন সজিব
  • প্রকাশ: সোমবার, ২০ নভেম্বর, ২০২৩
  • ৪৮০ বার পড়া হয়েছে

আগুন, সন্ত্রাস, জ্বালাও পোড়াও ও নৈরাজ্যের বিরুদ্ধে শামীম ওসমানের ডাকা শান্তি মিছিলে ফতুল্লা থানার বিভিন্ন ইউনিয়ন থেকে বিপুল সংখ্যক আওয়ামীলীগে ও সহযোগী সংগঠনের নেতাকর্মী নিয়ে যোগদান করেছেন ফতুল্লা থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এম এ মান্নান । ২০ নভেম্বর সোমবার বিকেল ৩ টায় ফতুল্লার মুসলিম নগর থেকে বিভিন্ন ব্যানার ফেষ্টুন ও ব্যান্ড পার্টির সমন্বয়ে মিছিলটি পঞ্চবটির মোড়ে যোগদান করেছেন।

মিছিল পূর্বক সংক্ষিপ্ত বক্তব্যে ফতুল্লা থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এম এ মান্নান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উন্নয়নের রুপকার, তার গতিশীল নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে, তখন বিএনপি জামায়াত জোট দেশের মানুষের শান্তি নষ্ট করার জন্য সারা দেশে অগ্নি সন্ত্রাস চালাচ্ছে। তাদের অপরাজনীতি বিরুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সাধারণ মানুষের জানমাল রক্ষায় অগ্রনী ভুমিকা পালন করছেন। নারায়ণগঞ্জ – ৪ আসনের সংসদ সদস্য গন মানুষের নেতা আলহাজ্ব একেএম শামীম ওসমান শান্তিতে বিশ্বাসী, তাই তিনি আজকে শান্তির জন্য ডাক দিয়েছেন, তার ডাকে আমরা শান্তিপ্রিয় মানুষ শান্তি মিছিলে যোগদান করেছি।

আজকের শান্তি মিছিলে প্রমানিত হবে বাংলাদেশ আওয়ামী লীগ শান্তিতে বিশ্বাসী, বাংলাদেশের শান্তিপ্রিয় মানুষের ভোটের মাধ্যমে জননেত্রী শেখ হাসিনাকে আবার দেশের প্রধানমন্ত্রী হবে, জননেতা আলহাজ্ব একেএম শামীম ওসমান নারায়ণগঞ্জ -৪ আসনের সংসদ সদস্য নির্বাচিত হবেন।

আরো খবর