বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফতুল্লা থানা জাসাসের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৫ সেপ্টেম্বর সন্ধায় পঞ্চবটী পৌরসভা মার্কেট আয়োজিত অনুষ্ঠানে ফতুল্লা থানা জাসাসের সভাপতি ডাঃ এম এ লতিফ তুষারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সজিবের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাসাসের সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ। বিশেষ অতিথি ছিলেন জেলা জাসাসের সহ- সভাপতি হাজী রিপন দপ্তরী, ফতুল্লা থানা জাসাসের সহ- সভাপতি হাজী গোলাম কাদের, ফজলুল হক পলাশ, তারা মিয়া প্রধান, তাসলিমা দেওয়ান, যুগ্ম সম্পাদক আক্তারুজ্জামান, কাশীপুর ইউনিয়ন জাসাসের সভাপতি এস এম শাহাবউদ্দীন, সাধারণ সম্পাদক আবদুর রহিম বাবুল, কুতুবপুর ইউনিয়ন জাসাসের সিঃসহ-সভাপতি শাহজামাল খান, সাধারণ সম্পাদক ডি এম লিটন, সাংগঠনিক সম্পাদক খন্দকার রায়হান, ফতুল্লা ইউনিয়ন জাসাসের সিনিয়র সহ-সভাপতি হাজী দেলোয়ার হোসেন, বক্তাবলী ইউনিয়ন জাসাসের সাধারণ সম্পাদক আবদুর রহমান, যুগ্ম সম্পাদক আবজাল সরকার, জাসাস নেত্রী মাসুদা বেগম সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন চ্যানেল আই সেরা কন্ঠ শিল্পী সোহেল আরমান,বাউল শিল্পী সোহেল দেওয়ান, রুপালী দেওয়ান, আবজল সরকার।