বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এনায়েতনগর বাসির জন্য ফি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য আলহাজ্ব মোহাম্মদ শাহ আলমের উদ্যোগে ও ফতুল্লার স্বনামধন্য সেবা মুলক প্রতিষ্ঠান আফিয়া জালাল ফাউন্ডেশন ও জান্নাহ ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের যৌথ ব্যবস্থাপনায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত । ৬ সেপ্টেম্বর শনিবার এনায়েতনগর ইউনিয়নের ইউনাইটেড ক্লাবে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে ডাক্তার পরামর্শ ও রিপোর্ট দেখানো সম্পুর্ন ফ্রি ও সকল পরীক্ষা নিরীক্ষায় ৫০% ছাড় দেয়া হয়েছে।
সকাল ১০ টা থেকে সন্ধা ৬টা পর্যন্ত ১৪ জন বিশেষজ্ঞ ডাক্তার প্রায় দুই হাজার রোগীকে চিকিৎসা সেবা প্রদান করেছেন। এনায়েতনগর ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা নিতে আসা মানুষ তাদের প্রতিক্রিয়ায় আলহাজ্ব মোহাম্মদ শাহ আলমের এই মহতি উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। এ সময় ফতুল্লা থানা বিএনপি ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ মধ্যে উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা বিএনপির সাবেক আহবায়ক জাহিদ হাসান রোজেল, সদস্য সচিব আলহাজ্ব নজরুল ইসলাম পান্না মোল্লা, যুগ্ম আহবায়ক এমএ আকবর, আব্বাস আলী বাবুল, আলাউদ্দিন বারী, আমিনুল ইসলাম, হাবিবুর রহমান রিপন, সদস্য শাহজাহান আলী, এড. জাহিদ হাসান রুবেল, ফতুল্লা থানা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক বোরহান বেপারী, বিএনপি নেতা মাহমুদ মেম্বার, ইদ্রিস আলী মিন্টু, মনির হোসেন ঢালী, ফতুল্লা থানা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি আফাফাত আলম জিতু, সাবেক ছাত্রদল নেতা কাজী আরিফ, জিয়াউল হক জিয়া, মোঃ মাসুম, পিয়ার হোসেন সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ফ্রি মেডিকেল ক্যাম্পের কো-অর্ডিনেটর আফাফাত আলম জিতু জানিয়েছেন, নারায়ণগঞ্জ – ৪ আসনের অন্তর্গত ৭টি ইউনিয়নের মধ্যে ৩টি তে আমাদের কার্যক্রম সম্পুর্ন করেছি, আরো ৪টি ইউনিয়নে পর্যায়ক্রমে ফ্রী মেডিকেল কর্যক্রম চলমান থাকবে।