1. argupress17@gmail.com : MS Islam Argu : MS Islam Argu
  2. zakircomputerit@gmail.com : ZTV Online : ZTV Online
  3. imranjeshan@gmail.com : ZTV Online : ZTV Online
  4. rasel01723@gmail.com : ZTV Online : ZTV Online
  5. admin@ztvonline.tv : ZTV Online : ZTV Online
নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সদস্য পদ পেলেন সাংবাদিক সোনিয়া দেওয়ান প্রীতি  - ZTV Online
বুধবার, ৩০ জুলাই ২০২৫, ০৩:৫৩ অপরাহ্ন

নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সদস্য পদ পেলেন সাংবাদিক সোনিয়া দেওয়ান প্রীতি 

আনোয়ার হোসেন সজিব
  • প্রকাশ: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৯৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এর (অন্তর্ভুক্ত) সাংবাদিক ইউনিয়ন নারায়ণগঞ্জ এর সদস্য পদ পেলেন সাংবাদিক ও মানবাধিকার কর্মী সোনিয়া দেওয়ান প্রীতি।

১৫ ফেব্রুয়ারী শনিবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবে ইউনিয়নের সভাপতি ও দৈনিক সোজা সাপটা পত্রিকার প্রকাশক-সম্পাদক আবু সাউদ মাসুদ এবং সাধারণ সম্পাদক ও দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার এ কে এম মাহফুজুর রহমান প্রীতির হাতে আনুষ্ঠানিকভাবে সদস্যপদ প্রদানের চিঠি তুলে দেন।
এসময় ইউনিয়নের সভাপতি আবু সাউদ মাসুদ বলেন, আমি আশা করছি প্রীতি তার সক্রিয় অংশগ্রহণ এবং বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে।
উল্লেখ্য, সোনিয়া দেওয়ান প্রীতি ২০০১ সাল থেকে সাংবাদিকতা ও লেখালেখির সাথে জড়িত রয়েছেন। নারীর অধিকার রক্ষায় বরাবরই তিনি তার সাহসী লেখনী ও বিশেষ করে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে গৃহ শ্রমিকের কাজে গিয়ে নির্যাতিত বাংলাদেশী অসহায় নারীদের অধিকার আদায়ে উল্লেখযোগ্য অবদান রাখায় তিনি দেশব্যাপী ব্যাপকভাবে পরিচিতি লাভ করেন।
আরো খবর