1. argupress17@gmail.com : MS Islam Argu : MS Islam Argu
  2. zakircomputerit@gmail.com : ZTV Online : ZTV Online
  3. imranjeshan@gmail.com : ZTV Online : ZTV Online
  4. rasel01723@gmail.com : ZTV Online : ZTV Online
  5. admin@ztvonline.tv : ZTV Online : ZTV Online
তাসলিমা বেগম ১-২-৩নং এনায়েতনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সকলের দোয়া প্রার্থী - ZTV Online
বুধবার, ৩০ জুলাই ২০২৫, ০৪:৫৩ অপরাহ্ন

তাসলিমা বেগম ১-২-৩নং এনায়েতনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সকলের দোয়া প্রার্থী

শেখ জাকির আহমদ
  • প্রকাশ: শনিবার, ২ অক্টোবর, ২০২১
  • ৪০২ বার পড়া হয়েছে

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে  নারায়নগঞ্জ সদর  উপজেলার ১,২,ও ৩নং এনায়েতনগর ইউনিয়নের  মেম্বার পদপ্রার্থী হিসেবে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন মোসাম্মৎ তাসলিমা বেগম।

জনসেবার কারণে সাধারণ মানুষের কাছে তিনি অত্যন্ত আস্থাভাজন ব্যক্তি হিসেবে অল্প সময়ে সু-পরিচিতি লাভ করেছেন । দীর্ঘদিন ধরে তিনি নিজেকে ব্যস্ত রেখেছেন সাধারণ মানুষের সেবায়।

নারায়ণগঞ্জ – ৪ সংসদ সদস্য আলহাজ্ব একেএম শামীম ওসমান ও সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান লিটন এর সহযোগীতায় ফাজিলপুর, আমতলা, প্রেমরোড, নবীনগর, মুসলিমনগর, শাসনগাঁও, পুকুরপাড়া, গুলশান রোড সহ বিভিন্ন জায়গায় ব্যাপক উন্নয়ন করেছেন। মোসাম্মৎ তাসলিমা বেগম ২০১১ সাল থেকে ২০১৬ সাল পর্যন্তু ১,২,ও ৩নং এনায়েতনগর ইউনিয়ন জনগণের মন জয় করে নিয়েছেন। রাস্তাঘাট উন্নয়ন ও ড্রেনেজ কাজ করে দীর্ঘদিনের দূভোগ নিরসন করেছেন সাবেক এই মেম্বার।

সাধ্য অনুযায়ী সাহায্য করেছেন সাধারণ মানুষের। ভয়াবহ মহামারী করােনায় ছিলেন সাধারণ মানুষের সাথে। করােনার এই মহা দুর্যোগেও তিনি শুরু থেকে তার সাধ্য অনুযায়ী সাধারণ মানুষের পাশে থেকে বিভিন্ন ধরনের সাহায্য সহযােগিতা করে গেছেন। তিনি নিজেকে মানুষের সেবায় উৎসর্গ করে দিতে চান।

স্থানীয়রা বলেন তিনি তাদের সকল বিপদে আপদে এগিয়ে আসেন। রাত-দিন যখনই চাই আমরা তাকে পাশে পাই। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলমত নির্বিশেষে উন্নয়নের স্বার্থে মোসাম্মৎ তাসলিমা বেগম কে মেম্বার হিসেবে দেখতে চাই।

ইউপি সদস্য পদপ্রার্থী তাসলিমা বেগম বলেন, আমাকে যদি জনগণ তাদের সেবা করার সুযােগ দেয়, তাহলে আমি নির্বাচিত হয়ে ১,২,ও ৩ নং ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসেবে উপহার দিবাে এলাকাবাসীকে। আমার স্বপ্ন এলাকাবাসীর সেবা করা ও সুখে দুঃখে পাশে থাকা।

মোসাম্মৎ তাসলিমা বেগম  বলেন আমি আপনাদের এলাকার সন্তান। আমি আপনাদের সুখ ও দুঃখের সাথী হয়ে থাকতে চাই। এবং আপনাদের সমর্থন চাই। ইউনিয়ন পরিষদে আপনাদের প্রতিনিধিত্ব করতে চাই।

ওয়ার্ডের বিভিন্ন সমাজ উন্নয়ন জনহিতকর কাজে নিজেকে নিয়োজিত রেখেছি। আপনাদের সবার ভালেবাসা ও সমর্থনের মাধ্যমে এলাকার সার্বিক উন্নয়ন, লেখাপড়া ও খেলাধুলার মান আরো সমৃদ্ধ করতে কাজ করে যেতে চাই।

আসন্ন ১ ,২,ও ৩নং ওর্য়াড এনায়েতনগর  ইউনিয়ন পরিষদ নির্বাচনে এর প্রার্থী হতে চাই।এজন্য আপনাদের সবার দোয়া ভালোবাসা সমর্থন একান্ত কামনা করি।

আরো খবর