1. argupress17@gmail.com : MS Islam Argu : MS Islam Argu
  2. zakircomputerit@gmail.com : ZTV Online : ZTV Online
  3. imranjeshan@gmail.com : ZTV Online : ZTV Online
  4. rasel01723@gmail.com : ZTV Online : ZTV Online
  5. admin@ztvonline.tv : ZTV Online : ZTV Online
ঢাকায় শ্রমিক সমাবেশে মিছিল নিয়ে শরীফ হোসেনের যোগদান - ZTV Online
বুধবার, ৩০ জুলাই ২০২৫, ০৩:৫২ অপরাহ্ন

ঢাকায় শ্রমিক সমাবেশে মিছিল নিয়ে শরীফ হোসেনের যোগদান

আনোয়ার হোসেন সজীব
  • প্রকাশ: শুক্রবার, ২ মে, ২০২৫
  • ১৫২ বার পড়া হয়েছে

১লা মে আন্তর্জাতিক শ্রমক দিবস উপলক্ষে বাংলাদশ জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত ঢাকা নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শ্রমিক সমাবেশে বিশাল মিছিল অংশগ্রহণ করেন সিদ্ধিরগঞ্জ থানার শ্রমিক দলের সাধারন সম্পাদক মোঃ শরীফ হোসেন। এ সময় আরো উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিক দলের সভাপতি আকবর হোসেন, সিনিয়ার যুগ্ন আহ্বায়ক শামসুদ্দিন মিয়া, উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগ শ্রমিক দলের আহ্বায়ক কমিটির যুগ্ন আহ্বায়ক সোলেমান, আলী রাজ মোঃ বাদশা মিয়া, মো মামুন মোঃ হাবিব, মোঃ কানন আলমগীর হোসেন, মোঃ মোস্তফা, মোঃ মনিরুল, মোঃ রাসেল, মোঃ আলামিন, শাকিল সমাবেশে সিদ্ধিরগঞ্জ থানা আওতাধীন দশটি ১০ টি ওয়ার্ডের শ্রমিক দলে নেতৃবৃন্দ অংশগ্রহন করেছেন। মিছিল পুর্বক সংক্ষিপ্ত বক্তব্যে সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ শরীফ হোসেন বলেন, আজ মহান মে দিবস শ্রমজীবী মানুষের জন্য এই দিনটি অত্যান্ত গুরুত্বপুর্ন, শ্রমিকরা কারো করুনা চায় না, তারা তাদের অধিকার চায়, বিগত দিনে শ্রমিকরা অবহেলিত ছিল, তাদের অধিকার তারা বঞ্চিত ছিল, শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে জাতীয়তাবাদী শ্রমিক বিগত গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছে, আগামীতেও করবে

আরো খবর