1. argupress17@gmail.com : MS Islam Argu : MS Islam Argu
  2. zakircomputerit@gmail.com : ZTV Online : ZTV Online
  3. imranjeshan@gmail.com : ZTV Online : ZTV Online
  4. rasel01723@gmail.com : ZTV Online : ZTV Online
  5. admin@ztvonline.tv : ZTV Online : ZTV Online
কবিতা - ট্রেনিং সেন্টার - জাহিদুল ইসলাম শান্ত - ZTV Online
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১০:৩৩ পূর্বাহ্ন

কবিতা – ট্রেনিং সেন্টার – জাহিদুল ইসলাম শান্ত

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশ: বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০১৯
  • ১৫১৬ বার পড়া হয়েছে

জাকির কম্পিউটার ট্রেনিং সেন্টার
যেখানে ট্রেনিং দেওয়া হয়,
নারায়ণগঞ্জের পঞ্চবটি, বিসিকে ঠিকানা রয়।
দশক নয়, শতশত ছেলে-মেয়ে আসে ট্রেনিং নিতে
জাকির স্যারের শিক্ষা যত, চায় নিয়ে যেতে।
সবার হাতে একটি করে কম্পিউটার থাকে ভাই
জাকির স্যারের কথামতো, কম্পিউটার শিখে যাই।
কম্পিউটারে হাজার প্রশ্ন, হাজার প্রশ্ন যার
সবার প্রশ্নের উত্তর দেয়, প্রিয় জাকির স্যার।
সবার কাছে ভালো লাগে জাকির স্যারের কথা
মনের মতো শেখায় স্যার, রাখেনা দুঃখ ব্যাথা।
এমন শিক্ষক আছে যেঁথায়, সেঁথায় আমি যাবো
সেইখানেতে গেলে সবাই, সঠিক শিক্ষা পাব।
তথ্য প্রযুক্তির যুগে যারা, জানেনা কম্পিউটার
তাদের মতো হতভাগা, নেইকো দুনিয়ার।
ঘরে বসে থাকলে কিআর, দেশ এগোবে ভাই
বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে চাই।
প্রযুক্তি নির্ভর দেশ মোদের, প্রতিযোগিতার যুগে
আর ঘুমিয়ে কেউ থেকো না, ওঠো এবার জেগে।
বাংলাদেশকে বিশ্বের কাছে করতে হবে গণ্য
তবেই মোরা ধণ্য হবো কম্পিউটার শেখার জন্য।

আরো খবর