এনায়েতনগর ইউপি নির্বাচনের ১,২ও ৩নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা প্রার্থী ও সাবেক সফল মহিলা মেম্বারের শাসনগাঁও ২নং ওয়ার্ডে এলাকার গন্য মান্য ব্যাক্তি ও সাধারণ ভোটারদের সাথে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ অক্টোবর) ২নং ওয়ার্ডের সর্বস্তুরের জনগণদের নিয়ে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
উঠান বৈঠকে বক্তারা ১,২ ও ৩নং ওয়ার্ড এলাকায় সন্ত্রাস ও মাদক মুক্ত করে একটি মডেল ওয়ার্ড গড়ার প্রত্যয় নিয়ে দলমত নির্বিশেষে তাসলিমা বেগমকে পূর্ন সমর্থন দেন এবং তার পক্ষে কাজ করার অঙ্গীকার করেন।
উঠান বৈঠকে তাসলিমা বেগম বলেন, আমি আপনাদের দোয়া ও ভোটের মাধ্যমে ২০১১ সাল থেকে ২০১৬ পর্যন্ত আমার নির্বাচনি এলাকায় ব্যাপক উন্নয়ন করেছি। যার জন্য জনগণ চায় আমি আবার নির্বাচন করি। গত ১২ অক্টোবর আমি আপনাদের সমর্থনে নমিনেশন পেপার জমা করেছি। আমি আশা করি আপনারা আমার পাশে থাকলে আবারও নির্বাচিত হয়ে আপনাদের পাশে থেকে আপনাদের সেবা করার সুযোগ পাবো। আমি আপনাদের ২নং ওয়ার্ডের বিভিন্ন জায়গায় রাস্তা ও ড্রেনেজ এর কাজে ব্যাপক উন্নয়ন করেছি।সেজন্য আপনাদের সমর্থনে আবারও মনোনয়নপত্র জমা দিয়েছি।আমি মেম্বার নির্বাচিত হই বা না হই আমি আপনাদের সেবায় জনগণের সেবায় কাজ করতে চাই। আমি আপনাদের পাশে আছি থাকবো। আপনারা যদি আমাকে পূর্ন সমর্থন ও আমার পাশে থাকেন তাহলে আমি আপনাদের সবাইকে নিয়ে আগামী ১১ নভেম্বর নির্বাচনে অংশ গ্রহণ করে জয় যুক্ত হবোই ইনশাল্লাহ। আপনারা জানেন ভয়াবহ করোনা মহামারিতে আমি আপনাদের পাশে ছিলাম। জনগণের পাশে থেকে নিজের সামর্থ অনুযায়ী সহযোগিতা করেছি এবং করছি ও জনগণকে টিকা নেওয়ার ব্যাপারেও উৎসাহিত করেছি, করোনা ভাইরাসরে সংক্রমণ রোধে সঠিক নিয়মে মাস্ক পরধান, ঘন ঘন সাবান দিয়ে হাত ধোয়া, টিকা নেওয়া এবং স্বাস্থ্যবিধি মেনে চলা সহ এডিস মশা জনিত ডেঙ্গু প্রতিরোধে জনসাধারণকে সচেতন করার লক্ষ্যে কাজ করেছি। আমি আপনাদের সুখ ও দুঃখের সাথী হয়ে থাকতে চাই। এবং আপনাদের সমর্থন চাই। ইউনিয়ন পরিষদে আপনাদের প্রতিনিধিত্ব করতে চাই। ওয়ার্ডের বিভিন্ন সমাজ উন্নয়ন জনহিতকর কাজে নিজেকে নিয়োজিত রেখে আপনাদের সবার ভালেবাসা ও সমর্থনের মাধ্যমে এলাকার সার্বিক উন্নয়ন, লেখাপড়া ও খেলাধুলার মান আরো সমৃদ্ধ করতে কাজ করে যেতে চাই।
শহিদুল ইসলাম নান্নুর সভাপতিত্বে আবুল দেওয়ান এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আয়নাল মাদবর, হাজী মাহতাব, হাজী মতি, শাহজাহান সাহেব, আলহাজ্ব হাসেম, ফজল হক মাদবর, হানিফ দেওয়ান, হারুন খাঁ, ইমান হোসেন, রতন, সালাম, শেখ জাকির আহমদ, তাইজুল ইসলাম আল-আমিন, মোঃ রাশেদুল ইসলাম মুন্না, সবুজ আল সাকি, রিপন, মু্ক্তার, মোঃ মামুন শেখ, আকরাম খাঁন সহ এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।