1. argupress17@gmail.com : MS Islam Argu : MS Islam Argu
  2. zakircomputerit@gmail.com : ZTV Online : ZTV Online
  3. imranjeshan@gmail.com : ZTV Online : ZTV Online
  4. rasel01723@gmail.com : ZTV Online : ZTV Online
  5. admin@ztvonline.tv : ZTV Online : ZTV Online
শামীম ওসমান ২শ কোটি টাকার শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবন নির্মান করেছেন। এম এ মান্নান - ZTV Online
রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০৬:০৭ অপরাহ্ন

শামীম ওসমান ২শ কোটি টাকার শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবন নির্মান করেছেন। এম এ মান্নান

আনোয়ার হোসেন সজিব
  • প্রকাশ: সোমবার, ১ জানুয়ারী, ২০২৪
  • ৪৫৯ বার পড়া হয়েছে

ফতুল্লা থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও মুসলিমনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি এম এ মান্নান বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছেন। তার অন্যতম উদাহরন বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া। তিনি দেশের উন্নয়নে শিক্ষা ব্যবস্থাকে বেশি প্রধান্য দেয়ার কারনে দেশে শিক্ষার হার ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ুকামনা করছি। (১লা জানুয়ারী সোমবার) সকালে ফতুল্লা মুসলিমনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেছেন, তিনি আরো বলেন, নারায়ণগঞ্জ-৪ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা আলহাজ্ব একেএম শামীম ওসমান ২শ কোটি টাকার শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নতুন ভবন নির্মান করেছেন। আমরা গর্বিত শামীম ওসমানের মত শিক্ষা বান্ধব এম পি পেয়েছি, আমরা আশা নয় বিশ্বাস করি শিক্ষা বিস্তারে নারায়ণগঞ্জ-৪ আসনে তিনি আরো ব্যাপক ভুমিকা পালন করবেন। এ সময় আরো উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোসাই রায়, সুজিত চন্দ্র দাস, মুক্তা রানী সোম, মরিয়ম, পারভীন, তানিয়া সহ শিক্ষক মন্ডলী ও শিক্ষার্থীবৃন্দ।

আরো খবর