1. argupress17@gmail.com : MS Islam Argu : MS Islam Argu
  2. zakircomputerit@gmail.com : ZTV Online : ZTV Online
  3. imranjeshan@gmail.com : ZTV Online : ZTV Online
  4. rasel01723@gmail.com : ZTV Online : ZTV Online
  5. admin@ztvonline.tv : ZTV Online : ZTV Online
বিসিকে নিজ বাসা থেকে মটর সাইকেল চুরি, থানায় অভিযোগ - ZTV Online
মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৪ অপরাহ্ন

বিসিকে নিজ বাসা থেকে মটর সাইকেল চুরি, থানায় অভিযোগ

জেডটিভি অনলাইন
  • প্রকাশ: মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০২৩
  • ৩৫৭ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ ফতুল্লা থানার এনায়েতনগর ইউনিয়নে শাসনগাঁও নিজ বাড়ির সামনে থেকে একটি এফ জেড -এস ১৫০ সিসি, নীল কালারের মটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। যাহার রেজিস্ট্রেশন নাম্বার ঢাকা মেট্রো ল 22-4656, ইঞ্জিন নম্বর- G3-N3-EO-07-95-70 , চেসিস নাম্বার- ME-1R-G6-62-9L-00-79-40-2। আজ সোমবার ৩০ শে জানুয়ারী ২০২৩ ইং রাত্র আনুমানিক রাত ১২:৩০ থেকে ভোর ৬:৩০ মিনিট এর মধ্যবর্তী সময় মোটরসাইকেলটি চুরি হয়। গাড়ীর মালিক ইঞ্জিনিয়ার শেখ জাকির আহমদ ফতুল্লা থানায় একটি  লিখিত অভিযোগ দায়ের করেন।

গাড়ির মালিক ইঞ্জিনিয়ার শেখ জাকির আহমদ জানায়, বাড়ির ভিতরে আমার প্রতিদিনের ন্যায় বাহিরের যাবতীয় কাজ শেষ করে মটরসাইকেলটি বাড়ির মূল গেটের সামনে রেখে আমি আমার রুমে চলে গিয়ে ঘুমিয়ে যাই। পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখতে পাই আমার গাড়ীটি নিদিষ্ট স্থানে নেই। অনেক খোঁজাখুঁজি করেও গাড়িটি না পেয়ে ফতুল্লা থানায় সাধারণ ডায়েরী করি। যাহার জিডি নং – (২২৪২)। ফতুল্লা থানার এস.আই গিয়াস উদ্দিন মোটরসাইকেল চুরির ঘটনাটি তদন্ত করছেন।

ফতুল্লা থানার এস.আই গিয়াস উদ্দিন এর সাথে কথা বলে জানা যায়, তিনি সিসি টিভি ফুটেজ সংগ্রহ করে, ট্রাকিং করে, ভিজিটাল প্রযুক্তি ব্যবহার করে  চোরকে ধরে উপযুক্ত শাস্তি দেওয়ার এবং চুরির ঘটনার সুষ্ঠু তদন্ত করে চোর চক্রকে আটকের চেষ্টা চলিয়ে যাবে বলে প্রতিশ্রুতি দেন ।

আরো খবর