1. argupress17@gmail.com : MS Islam Argu : MS Islam Argu
  2. zakircomputerit@gmail.com : ZTV Online : ZTV Online
  3. imranjeshan@gmail.com : ZTV Online : ZTV Online
  4. rasel01723@gmail.com : ZTV Online : ZTV Online
  5. admin@ztvonline.tv : ZTV Online : ZTV Online
ফতুল্লা বিসিকে চুরি ছিনতাই চাঁদাবাজি ও সন্ত্রাসীদের বিরুদ্ধে শ্রমিকদের মানব বন্ধন - ZTV Online
মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৩ পূর্বাহ্ন

ফতুল্লা বিসিকে চুরি ছিনতাই চাঁদাবাজি ও সন্ত্রাসীদের বিরুদ্ধে শ্রমিকদের মানব বন্ধন

আনোয়ার হোসেন সজীব
  • প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৯ বার পড়া হয়েছে

ফতুল্লা বিসিক শিল্পনগরী এলাকায় চুরি, ছিনতাই, চাঁদাবাজি ও মাদক সন্ত্রাসীদের বিরুদ্ধে মানব বন্ধন কর্মসুচী পালন করেছে বিসিক শিল্পনগরীতে কর্মরত সাধারন শ্রমিকরা।
১৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে বিসিক ২নং গলিতে এই মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানব বন্ধনে কয়েক শতাধিক সাধারণ শ্রমিক উপস্থিত ছিলেন।
এ সময় সাধারন শ্রমিকরা বলেন, আমরা দেশের বিভিন জেলা থেকে এসে এই বিসিক শিল্পনগরীতে কাজ করে জীবিকা নির্বাহ করি, আমরা দেশের অর্থনীতির চালিকা শক্তি, দেশের অর্থনীতিতে আমরা সর্বোচ্চ অবদান রাখলেও সন্ত্রাসী, ছিনতাইকারী, মাদক সেবীদের কারনে আমরা নিরাপদে যাতায়াত করতে পারিনা, আমাদের কাজ শেষে বাড়ি ফেরার পথে এসব চোর, ছিনতাইকারী, মাদক সন্ত্রাসীরা রাস্তায় গতিরোধ করে দেশীয় অস্ত্র ব্যবহার আমাদের কাছ থেকে জোড় পুর্বক নগদ টাকা, মোবাইল সহ দামি জিনিসপত্র ছিনিয়ে নিয়ে যায়, আর এই চোর, ছিনতাইকারী, মাদক সন্ত্রাসীদের সেল্টার দিচ্ছেন গন অধিকার পরিষদের নামধারী নেতা নাহিদ, তার একটি বাহিনী রয়েছে, বিসিক শিল্পনগরী এলাকায় নাহিদ তার এই চোর, ছিনতাইকারী, মাদক সন্ত্রাসী বাহিনী দিয়ে এসব অপকর্ম করছে। উপস্থিত সাধারণ শ্রমিকরা জেলা পুলিশ সুপার ও ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট আবেদন জানিয়ে বলেন, গন অধিকার পরিষদের নামধারী নেতা ও বিসিক শিল্পনগরীর বিভিন্ন অপকর্মের মুলহোতা নাহিদ ও তার বাহিনীর বিরুদ্ধে তদন্ত পুর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক।

আরো খবর