1. argupress17@gmail.com : MS Islam Argu : MS Islam Argu
  2. zakircomputerit@gmail.com : ZTV Online : ZTV Online
  3. imranjeshan@gmail.com : ZTV Online : ZTV Online
  4. rasel01723@gmail.com : ZTV Online : ZTV Online
  5. admin@ztvonline.tv : ZTV Online : ZTV Online
প্লেট থেকে লাফিয়ে পালাচ্ছে কাটা মাংস, ভাইরাল ভিডিও - ZTV Online
শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ০৫:০৩ অপরাহ্ন

প্লেট থেকে লাফিয়ে পালাচ্ছে কাটা মাংস, ভাইরাল ভিডিও

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশ: শনিবার, ২৭ জুলাই, ২০১৯
  • ২৫১ বার পড়া হয়েছে

বাজারে গিয়ে তাজা মাছকে লাফাতে দেখেছেন। কিন্তু বাজার থেকে মুরগির মাংস কিনে আনার পর তা কই মাছের মতো লাফাতে দেখেছেন কখনও। এমনই এক ভিডিও সামনে এল। ফেসবুকে ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যাচ্ছে প্লেটে রাখা একটি মাংসের টুকরো রীতিমতো লাফাতে লাফাতে পালাচ্ছে!

ফেসবুকে রি প্রিটিরেডবোন ফিলিপস নামে এক প্রোফাইলে ভিডিওটি পোস্ট করা হয়েছে। ৩৩ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যাচ্ছে, রান্নার জন্য একটি প্লেটে কয়েক টুকরো মুরগির মাংস রাখা আছে। তার মধ্যে একটি মাঝারি আকারের মাংসের টুকরো নড়তে শুরু করেছে। এমনকি নড়তে নড়তে সেটি প্লেট থেকে বেরিয়ে যায়। এমনকি টেবিল থেকে পড়েও যায়। এই ঘটনা দেখে সম্ভবত যিনি ভিডিও রেকর্ড করছিলেন সেই নারী চিৎকার করে ওঠেন। ভিডিওটি ভাইরাল হতে সময় নেয়নি। ১০ জুলাই ভিডিওটি পোস্ট করা হয়েছে। আর এর মধ্যেই ভিডিওটি দেড় কোটি বার দেখা হয়েছে। লাইক পড়েছে ৩০ হাজার আর কমেন্ট ৬৫ হাজার। শেয়ার হয়েছে ২ লাখ ২৫ হাজারের বেশি। খবর আনন্দবাজার পত্রিকার।

https://youtu.be/5z-jZ5jhb4g
আরো খবর