1. argupress17@gmail.com : MS Islam Argu : MS Islam Argu
  2. zakircomputerit@gmail.com : ZTV Online : ZTV Online
  3. imranjeshan@gmail.com : ZTV Online : ZTV Online
  4. rasel01723@gmail.com : ZTV Online : ZTV Online
  5. admin@ztvonline.tv : ZTV Online : ZTV Online
নতুন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য ইসিতে বিএনডি’র আবেদন - ZTV Online
রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০৬:১৩ অপরাহ্ন

নতুন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য ইসিতে বিএনডি’র আবেদন

জেডটিভি অনলাইন
  • প্রকাশ: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ৫৫ বার পড়া হয়েছে

বাংলাদেশ নির্বাচন কমিশনে নতুন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য আবেদন করলো বাংলাদেশ নাগরিক দল-বিএনডি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চলতি বছরের ১০ মার্চ আগ্রহী দলগুলোর কাছ থেকে আবেদনপত্র আহ্বান করে নির্বাচন কমিশন। ২০ এপ্রিলের মধ্যে আবেদন করে ৬৫টি নতুন রাজনৈতিক দল। এরপর বিএনডি’সহ ৪৬টি দলের আবেদনের প্রেক্ষিতে দলের নিবন্ধন আবেদনের সময়সীমা ২ মাস বাড়িয়ে ২২ জুন পর্যন্ত নির্ধারণ করা হয়। বর্ধিত সেই সময় শেষ হয়েছে গত ২২ জুন রোববার। ঐদিন ঠিক শেষ মুহুর্তে বিএনডি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আবেদন জমা দেয়। বিএনডি’র নিবন্ধন প্রসঙ্গে দলটির চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক মিকাঈল ইসলাম রাজ বলেন, বাংলাদেশ নাগরিক দল-বিএনডি যেন বাংলাদেশের অন্যতম একটি নিবন্ধিত রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ ঘটে সে লক্ষ্যে আমরা ইসিতে আবেদনপত্র জমা দিয়েছি। ইসির কাছে আমরা দাবী জানিয়েছি, নিবন্ধনের জন্য বাছাই পর্ব থেকে শুরু করে নিবন্ধনের শেষ মূহুর্ত পর্যন্ত যেন কোনো রাজনৈতিক দল নিবন্ধন পাওয়ার ক্ষেত্রে বৈষম্যের শিকার না হয়। আমরা চাই যে সমস্ত দল শর্ত পূরণ করেছে তারা যেন বিধি মোতাবেক নিবন্ধন পেয়ে দেশ ও জনগণের কল্যাণে কাজ করে। নিবন্ধনের ক্ষেত্রে কাউকে যেন কোনো রকমের স্বজন প্রীতি দেখানো না হয়। বিএনডি’র রাজনীতি নীতি নৈতিকতা আর আদর্শ প্রসঙ্গে বলতে গিয়ে তিনি আরো বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে বাংলাদেশের স্বাধীনতার সূত্রপাত ঘটার মধ্য দিয়ে ১৯৭১ সালে একটি স্বাধীন সার্বভৌম হিসেবে বাংলাদেশ বিশ্বের বুকে ঘুরে দাঁড়ায় আপন শক্তিতে। স্বাধীনতার পর বহুবার ক্ষমতার পালাবদল হলেও বদল হয়নি এদেশের মানুষের রাজনৈতিক অধিকার। যারাই যখন ক্ষমতায় এসেছে, তারা জনগণের স্বার্থ ভুলে গিয়ে ক্ষমতাকে কুক্ষিগত করতে অপরাজনীতির খেলায় মত্ত হয়ে গুম, খুন, বিচার বহির্ভূত হত্যাকান্ডসহ নানা অপরাধ সংঘটিত করেছে। এতে প্রকাশ পেয়েছে তাদের স্বৈরাচারী মুখোশ। এদেশের জনগণ এসব স্বৈরাচারদের কবল থেকে যতোবার মুক্তি চেয়েছে ততোবার দেশের মানুষের উপর স্বৈরাচারী আচরণ প্রবলভাবে দেখানো হয়েছে। সর্বশেষ আওয়ামী ফ্যাসিস্ট সরকার এদেশের জনগণকে জিম্মি করে দীর্ঘদন ক্ষমতাকে কুক্ষিগত করে স্বৈরাচারী শাসন কায়েম করেছিল। যা এদেশের মানুষের নাগরিক অধিকারসহ রাজনৈতিক অধিকার হরণ করে লংঘিত করেছে দেশের সংবিধান। গেল ২০২৪ এর ঐতিহাসিক জুলাই-আগষ্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারী সরকারকে উৎখাত করে সৃষ্টি হয়েছিল নতুন এক বাংলাদেশের। এমতাবস্থায়, জুলাই-আগষ্ট ছাত্র-জনতার এই অর্জনের প্রতি সর্বোচ্চ সম্মান জানিয়ে এবং ৫২’র ভাষা আন্দোলন আর ৭১’র মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে “মূল্যবোধ, গবেষণা, সুশিক্ষা, ঐক্য, অধিকার, সুশাসন, গণতন্ত্র ও জনমত” এই আট দফা দলীয় কর্মসূচী বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছে নতুন প্রজন্মের নতুন ধারার নতুন রাজনৈতিক দল “বাংলাদেশ নাগরিক দল-বিএনডি”। এই আট দফা পালনের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র সুরক্ষিত ও সুসংহত রাখতে, সমতা ভিত্তিক সমাজ নির্মাণ, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে নারী-পুরুষ ও তৃতীয় লিঙ্গ রাষ্ট্রের নাগরিক হিসেবে সবার সমান অংশগ্রহণের ভিত্তিতে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা গড়ে তোলা, রাষ্ট্রে সর্বত্র স্বচ্ছতা-জবাবদিহিতা-আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে একটি টেকসই গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য ও উদ্দেশ্য। বিএনডি নামের এই নতুন দলটিকে সর্বস্তরের মানুষের দ্বোরগোড়ায় নিয়ে যেতে এবং এর লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সময়ের প্রয়োজনে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের প্রয়োজন অনুভব করছি বলেই অন্যান্য দলের মতো আমরাও বাংলাদেশ নির্বাচন কমিশনে নতুন রাজনৈতিক দল হিসেবে “বাংলাদেশ নাগরিক দল-বিএনডি”কে নিবন্ধিত করার জন্য বিধি মোতাবেক আবেদন করেছি।

বার্তা প্রেরক
(মোঃ আবুল কালাম আজাদ)
মহাসচিব
বাংলাদেশ নাগরিক দল-বিএনডি

 

আরো খবর