1. argupress17@gmail.com : MS Islam Argu : MS Islam Argu
  2. zakircomputerit@gmail.com : ZTV Online : ZTV Online
  3. imranjeshan@gmail.com : ZTV Online : ZTV Online
  4. rasel01723@gmail.com : ZTV Online : ZTV Online
  5. admin@ztvonline.tv : ZTV Online : ZTV Online
আমি জনগনের সেবক হতে চাই - মোসাম্মৎ তাসলিমা বেগম - ZTV Online
শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ০৩:৫২ অপরাহ্ন

আমি জনগনের সেবক হতে চাই – মোসাম্মৎ তাসলিমা বেগম

আনোয়ার হোসেন সজিব
  • প্রকাশ: বৃহস্পতিবার, ২১ অক্টোবর, ২০২১
  • ৩১০ বার পড়া হয়েছে

আসন্ন এনায়েতনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১,২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনে মেম্বার পদপ্রার্থী তাসলিমা বেগম বলেন, আল্লাহকে পাওয়ার অন্যতম মাধ্যম হচ্ছে মানুষের সেবা করা, আমি মানুষের সেবার মাধ্যমেই আল্লাহকে পেতে চাই, তাই মানুষের সেবা করার জন্য নির্বাচনে অংশ নিয়েছি।

২১ অক্টোবর বৃহস্পতিবার সদর উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে নির্বাচনী মনোনয়ন পত্র বৈধ ঘোষনা করার পর সাংবাদিকদের সাথে আলাপ কালে তিনি উপরোক্ত কথাগুলো বলেছেন, তিনি আরও বলেন, বিগত দিনে আমি মেম্বার হিসেবে দায়িত্ব পালন করে এলাকার মানুষের যে ভালবাসা অর্জন করেছি মানুষের সে ভালবাসাই আমার নির্বাচনের
বড় শক্তি । আমি নিজেকে জনগনের সেবক মনে করি। আমার ৩টি ওয়ার্ড বিশাল জনবসতিপূর্ন এলাকা, আমি আমার দায়িত্ব পালন কালে এলাকার মুরুব্বী এবং যুব সমাজ কে সাথে নিয়ে আমার ওয়ার্ডের কাজগুলো করবো। রাস্তা ঘাট,পানি ও পয়নিস্কাশনের ব্যবস্থা, মাদক, সন্ত্রাস, ইভটিজিং, কিশোর গং প্রতিরোধে কাজ করাই আমার নির্বাচনের ওয়াদা। আমার নির্বাচনী এলাকার সচেতন মানুষের নিকট আমার আবেদন, আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করুন, আমি নির্বাচিত হলে আপনাদের প্রত্যাশিত কাজগুলো সম্পূর্ণ করে এনায়েতনগর ইউনিয়ন ১,২ও৩ নং ওয়ার্ডকে মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ।

আরো খবর