হালাল জীবিকা উপার্জনের জন্য আয়-রোজগারের বিকল্প নেই । আয়-রোজগারের মাধ্যমেই আল্লাহ তাআলা বান্দাকে রিজিক দিয়ে থাকেন। কুরআনুল কারিমের নির্দেশনা অনুযায়ী বিশেষ ৪টি আমলে আল্লাহ তাআলা বান্দাকে ধারণাতীত উপায় থেকে রিজিক দানে ধন্য করবেন । কী সেই চার আমল?
কুরআনুল কারিমে মহান আল্লাহ তাআলা ঘোষণা করেন- ‘আর যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্যে নিষ্কৃতির পথ করে দেবেন। এবং তাকে তার ধারণাতীত জায়গা থেকে রিজিক দেবেন।’ (সুরা তালাক : আয়াত ২-৩)